রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কবিতা আড্ডা । গত শনিবার সন্ধ্যায় আয়োজিত কবিতা আড্ডায় সভাপতিত্ব করেন অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক বিশিষ্ট কবি দিলরুবা শাহাদৎ । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অঞ্জলিকা সম্পাদকের ছেটো ভগ্নিপতি যুক্তরাজ্য প্রবাসি বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন আইকন টেকনোলজি ও ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেন ও ছোটো বোন জেসমিন ফৌজিয়া । স্বাগত বক্তব্য রাখেন শিল্পপতি মো. শাহাদৎ হোসেন ।
অনুষ্ঠানে শুভেচ্ছা কথা ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন , কবি ও ছড়াকার এ,কে,এম শহীদুর রহমান, আবু জাফর আবদুল্লাহ , এইচ,এম শরীফ, নুরুল ইসলাম সরদার , দেলোয়ার হোসেন রংপুরী , নাজিরা পারভীন , হাই হাফিজ, এটিএম মোর্শেদ, এমাদ উদ্দিন প্রামানিক, তাসমিন আফরোজ, শোয়েব দুলাল, পবিত্র কুমার মোহন্ত, মজনুর রহমান , সোহানুর রহমান শাহীন , শামসুজ্জামান সোহাগ, শাকিল মাসুদ , শারমিন আখতার, মুমিনুল ইসলাম , ন্াইমা, ও গোলাম মোস্তফা । গান গেয়ে শোনান বিশিষ্ট সংগীত শিল্পী তাসমিন ফৌজিয়া ওপেল । আয়োজনটি উপস্থাপন করেন মাহবুবুল ইসলাম ।