পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আলীর বিরুদ্ধে এলাকার একটি কুচক্রী মহল সুবিধা আদায় করতে না পেরে নানা অপপ্রচার ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্কুল পরিচালনা কমিটির সদস্য ফরহাদ হোসেন ও সাইদুল ইসলাম গং প্রধান শিক্ষকের বিরুদ্ধে বই বিক্রি ও নিয়োগের নামে অর্থ আদায়ের মিথ্যে অভিযোগ তুলে হেনস্থা করার অপচেষ্টা করছেন।
এলাকাবাসী জানান,ফরহাদ হোসেনের স্ত্রী সাথী খাতুন ও সাইদুল ইসলামের স্ত্রী শাহনাজ খাতুনকে অষ্টমনিষা উচ্চবিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগকালীন এডহক কমিটির আহ্বায়ক ছিলেন ফরহাদ হোসেন। সম্প্রতি প্রয়োজন না থাকায় এবং আর্থিক সংকটের কারণে দুই খন্ডকালীন শিক্ষককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। এরপরই ঘটে বিপত্তি। নিজেদের স্ত্রীদের চাকুরিতে বহাল রাখার জন্য প্রধান শিক্ষকের উপর চাপ সৃষ্টি করতে থাকে ফরহাদ হোসেন ও সাইদুল ইসলাম। প্রধান শিক্ষক এ বিষয়ে কমিটির সিদ্ধান্তের কথা জানালে তারা রাগান্বিত হন। এই দুইজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে শুরু করে নানা অপপ্রচার। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের বই বিক্রি ও শিক্ষক নিয়োগে অর্থ গ্রহণের অভিযোগ তুলে কমিটির সদস্যদের অভিযোগপত্রে সাক্ষরের জন্য চাপ দিতে থাকেন। স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ধনঞ্জয় সূত্রধর অভিযোগ পত্রে সাক্ষর দিতে অপারগতা প্রকাশ করলে তাকে তুলে নিয়ে মারপিট করা হয়। এ ব্যাপারে ধনঞ্জয় সূত্রধর পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দাখিল করেছেন। একাধিক সূত্র জানায়,প্রধান শিক্ষক আনছার আলীকে ফাঁসাতে স্কুলের সহকারী লাইব্রেরিয়ান সিরাজল ইসলামের যোগসাজশে ফরহাদ-সাইদুল গং স্কুলের বই বিক্রির অপচেষ্টা চালায়। অষ্টমনিষা বাজারের দোকানী জাহাঙ্গীর প্রধান শিকক্ষকের অনুমতি ছাড়া বই কিনতে অপারগতা প্রকাশ করলে সেই বইয়ের ছবি তুলে তারা প্রচার করেন প্রধান শিক্ষক বই বিক্রির অপচেষ্টা করেছে।
এদিকে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়ম করা হয়েছে মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করা হয়। ইউএনও তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে নির্দেশ দেন। তদন্ত শেষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিবদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়,ম্যানেজিং কমিটির নির্বাচন,গঠণ ও সভাপতি নির্বাচন নিয়ে যে অভিযোগ করা হয়েছে,তার সত্যতা নেই। বিধি মোতাবেক সব কিছু সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী জানান,ফরহাদ-সাইদুল গং তাদের স্বার্থ চরিতার্থ করতে না পেরে প্রধান শিক্ষককে নানাভাবে হয়রানি করছেন এবং মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে কথা বলা জন্য ফরহাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।