শ্যামনগর সরকরি মহসীন কলেজের শিক্ষার্থী মরিয়ম খাতুনকে ধর্ষনের পর হত্যা ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়ে শ্যামনগরে মানববন্ধন করেছে তার সহপাঠী শিক্ষার্থী এবং সিডিইও ইয়ুথ ফোরামসহ বিভিন্ন সংগঠন।
রোববার বেলা দশটা থেকে শ্যামনগর চৌরাস্তায় ঘন্ট্যাব্যাপী মানবন্ধনে অংশগ্রহনকারীরা ‘মরিয়ম ওয়ান্ট জাষ্টিস’ ‘স্টপ রেপ’ ‘ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই’ ‘নারীর উপর সহিংসতা বন্ধ করতে হবে’- এমন নানা ম্লোগান প্লাকার্ড বহন করে। মানববন্ধন থেকে ধর্ষকদের জন্য নূতন করে আইন প্রবর্তনপুবর্ক সংক্ষিপ্ত সময়ে তা কার্যকরসহ মরিয়ম ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবি জানানো হয়। অন্যান্যের মধ্যে মানববন্ধনে মরিয়ম খাতুনের পিতা আবদুল কাদেরসহ বক্তব্য রাখেন ওসমান গনি, হাফিজুর রহমান, ফারুক হোসেন, মেহেদী হাসান মারুফ প্রমুখ।
উল্লেখ্য গত ৮ জানুয়ারি সন্ধ্যার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘরের বাইরে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল মরিয়ম। দুই দিন পর বাড়ির অনতিদুরে একটি ধানের ক্ষেতে খড়ের বোঝার উপর থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্তায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাত্র দুই দিনের মধ্যে পুলিশ ধর্ষক ও হত্যাকারী প্রতিবেশী সুব্রত মন্ডলকে গ্রেফতারের পর সে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে।