মোল্লাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষ করে সাবলম্বি হয়েছেন কৃষক আবদুল হামিদ। উপজেলার কুলিয়া গ্রামের কৃষক আবদুল হামিদ জানান, বিগত কয়েক বছর ধরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় অন্যের পরিত্যক্ত ডোবা জমি লিজ নিয়ে ভাসমান বেডে (ধাপে) সবজি ও মসলা উৎপাদন করে সাবলম্বি হয়েছেন তিনি। ভাসমান বেডে (ধাপে) লাউ, ওল ও হলুদসহ বিভন্ন প্রকার শাক-শবজি অল্প খরচে ভালো (অধিক) উৎপাদন করা যায়। এজন্য কেবল প্রয়োজন আগ্রহ ও কৃষি অফিসের পরামর্শ। আবদুল হামিদ আরো বলেন, এ পদ্ধতিতে সবজি ও মসলা উৎপাদন করলে একদিকে কৃষক লাভবান হবে। অপর দিকে পরিত্যক্ত ডোবা/জলাশয় উৎপাদনের ক্ষেত্র হবে।