নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার ২টি পৌরসভাসহ ১৮ ইউনিয়ন ও বিভিন্ন স্থানে গরিব অসহায় শীতার্ত নারী-পুরুষ ও এতিমদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
শনিবার দুপুরে তিনি সোনাইমুড়ি উপজেলার চাষীর হাট ইউনিয়ন বোর্ড অফিস থেকে কম্বল ও শীত বস্ত্র বিতরণ শুরু করেন। এরপর সোনাইমুড়ি পৌরসভার বাস স্ট্যান্ড, বজরা বাজার, সোনাপুর ইউনিয়ন, আমিশাপাড়া ইউনিয়ন, জয়াগ ইউনিয়ন, দেওটি ইউনয়ন এবং চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন, রামনারায়নপুর ইউনিয়ন, শাহাপুর ইউনিয়ন ও পরকোট ইউনিয়নে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ২ উপজেলায় ৮ হাজার কম্বল ও ৭ হাজার শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, সোনাইমুড়ি থানার আফিসার ইনচার্জ আবদুস সামাদ, সোনাইমুড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, জেলা যুবলীগের সদস্য আবু ছায়েম, সোনাইমুড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী লুবনা মরিয়ম সুবর্ণা, চাষীরহাট ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, বজরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন, সোনাপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, আমিশাপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনসহ সব ইউনিয়নে চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ।