রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ পশ্চিম পোদ্দারপাড়া গ্রামস্থ জনৈক এনামুল শয়ণ কক্ষের ভেতর থেকে ২০০ পিস ইয়াবাসহ আসামী. মো. এনামুল হক (৩১), পিতা- মো. বকুল মিয়া, স্থায়ী : গ্রাম- হারাগাছ (সারাই পশ্চিম পোদ্দারপাড়া) মো. মিজানুর রহমান (৩২), পিতা- মৃত ইয়ামিন আলী, স্থায়ী : গ্রাম- সারাই পশ্চিম পোদ্দারপাড়া, উভয় থানা- হারাগাছ, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেপ্তার করা হয়। হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারায় মামলা রুজু করা হয়।
মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ ১ নং কল্যানী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের বিহারী মৌজাস্থ বিহারী গ্রামের নব্দীগঞ্জ হইতে বড়দরগাহ্ যাওয়ার পথে আবুলের তিন রাস্তার মোড়ে (তেপতি) পাকা রাস্তার উপর থেকে ৫২ পিস ইয়াবাসহ আসামি মো. শামসুল আলম (৩০), পিতা- মৃতঃ শফিউল্লাহ,: গ্রাম- পূর্ব ফকিরা , থানা- মাহিগঞ্জ, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ থানাধীন ফোরকানিয়া মিয়া পাড়াস্থ বাদী মো. মুসলিম উদ্দিন (৫০) বাড়ীর থেকে একটি চোরাই ব্যাটারীসহ আসামি মো. টিটুল মিয়া (২৭), পিতা- মৃত নুর বকস্, স্থায়ী : গ্রাম- হারাগাছ (সারাই ফোরকানিয়া মিয়া পাড়া) , থানা- হারাগাছ, রংপুর মাহনগর, রংপুর-কে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারি পরোয়ানাভূক্ত কোতোয়ালি থানায়-৫ জন, তাজহাট থানায়-১ জন, মাহিগঞ্জ থানায়-১ জন, হারাগাছ থানায়-৫ জন এবং পরশুরাম থানায়-৪ জনসহ মোট-১৬ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোস্ট কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২০৩ টি মামলা দায়ের করা হয়।