ন্যায্য মজুরি,গণতান্ত্রিক শ্রম আইন,কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি নিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।গতকাল ১৮ জানুয়ারি,শনিবার প্রেস ক্লাব চত্ত¦র থেকে সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের রংপুর মহানগর শাখার আয়োজনে একটি সুসজ্জিত র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাব চত্ত¦রে সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজউদ্দিন ডাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলা আহ্বায়ক কমরেড আবদুল কুদ্দুস,সদস্য সচিব মমিনুল ইসলাম ও শ্রমিক নেতা মজিবুর রহমান।কমরেড কুদ্দুস বলেন,বর্তমান সময়ে দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে একজন শ্রমিকের কমপক্ষে ১৮০০০ টাকা মজুরি হওয়া উচিত। কিন্তু সরকার গার্মেন্টস শ্রমিকদের বেতন ৮২০০ টাকা নির্ধারণ করেছে।কমরেড কুদ্দুস আরও বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও শ্রমিকরা ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে পারছে না। অথচ আজকের এই সভ্যতা তৈরি করেছে শ্রমিকরাই।এই শ্রমজীবী মানুষরা বছরে ২৫ লক্ষ কোটি টাকার সম্পদ তৈরি করে।
সমাবেশ থেকে বক্তারা সকল সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮০০০ টাকা নির্ধারণ,কথায় কথায় শ্রমিক ছাঁটাই, আর্মি রেটে রেশন,গণতান্ত্রিক শ্রম আইন,অটো শ্রমিকদের হয়রানি বন্ধ এবং সরকারি পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার দাবি জানান।