রংপুরে ২ নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে এসএসবি এন্টারপ্রাইজ ও আজাদ ফিলিং স্টেশনের সহযোগীতায় এলাকার অসহায়, দুস্থ শীতার্ত মানষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে নগরীর উত্তম বটতলা মোড় এলকায় অসহায়, দুস্থ শীতার্ত মানষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি রংপুর কমান্ড্যান্ট (এসপি) আর.আর.এফ মো.মেহেদুল করিম পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাজেদুল ইসলাম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সেকশন কর্মকর্তা ফজলুল হক ফিরোজ, সার্বিক সহযোগীতায় ছিলেন এসএসবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আরিফুজ্জামান আরিফ, আজাদ ফিলিং স্টেশনের সত্বাধীকারী ফারুখ আহমেদ বিপুল। এ সময় প্রায় ২০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।