আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশ (ডিএনসিসি) নির্বাচনে জয়ী হলে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে ‘সবার ঢাকা’ অ্যাপস চালু করবো। ইতোমধ্যে ‘সবার ঢাকা’ নামে একটি অ্যাপ তৈরির কাজ শেষ করেছি। এর মাধ্যমে আমাদের সব সমস্যার সমাধান করতে চাই। এ সময় তিনি জয়ী হলে ‘স্মার্ট ঢাকা সিটি’ করার প্রতিশ্রুতি দেন।’
শনিবার (১৮ জানুয়ারি) সকালে নগরীর কচুক্ষেত এলাকায় গণসংযোগ করার সময় তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, অ্যাপসের মাধ্যমে কোথায় লাইট দরকার, কোথায় ম্যানহোলের ঢাকনা নেই, কোনো এলাকায় ফুটপাত দখল হয়ে যাচ্ছে কিনা তার অভিযোগ দিতে পারবেন নাগরিকরা। আমি কথা দিতে চাই, যদি নৌকায় ভোটপড়ে সব করবো। এই এলাকায় যাত্রীছাউনি করে দেবো। তবে বিষয়টি পরিকল্পনায় থাকলেও সময়ের অভাবে করতে পারিনি। আসুন সবাই মিলে একটি সুস্থ ও আধুনিক ঢাকা গড়ি।’
তিনি আরো বলেন, ‘এই বছরটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বছর। আসুন এই বছরটাতে নৌকা মার্কায় ভোট দিয়ে তার জন্মশত বার্ষিকী উদযাপন করি। তার প্রতি সম্মান জানাই।’