শ্রীমঙ্গলে বাতায়নের মেধা উৎকর্ষ ও মূল্যায়নী পরিক্ষা- ২০১৮ ও ২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে স্হানিয় মহসিন অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরন অনু্ষ্ঠিত হয়।
বাতায়ন এর সভাপতি ডা. হরিপদ রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবিনাশ আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সিলেট এমসি কলেজের সাবেক প্রফেসর সাইয়্যিদ মুজীবুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যাপক লুকেশ চন্দ্র দেব, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক প্রমূখ।
বাতায়ন এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার প্রাথমিক ও মাধ্যমিকের পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ১হাজার ২০০ শিক্ষার্থী মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে । এদের মধ্যে ২০১৮-১৯ সালে ৬২ জন শিক্ষার্থী মেধাতালিকায় উত্তীর্ণ হন এবং মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।