রাজশাহীর মোহনপুরে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ পাঁচজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার আসামিদেক জেল-হাজতে প্রেরণ হয়েছে।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হচ্ছেন মোহনপুর উপজেলার গোছা গ্রামের গ্রামের মজের আলীর ছেলে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল আলিম (৩২), সরমইল গ্রামের আবুল হোসেনের ছেলে ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন (৩০)। উপজেলার আত্রাই গ্রামের ফয়াদ আলীর ছেলে বাবলু হোসেন (৩২), চাঁদপুর গ্রামের জান মোহাম্মাদের ছেলে মইদুল হোসেন (৩৬) ও সরমইল গ্রামের সাহেব আলীর ছেলে দুলাল হোসেন (৩২)।