রাজশাহীর বাঘায় যৌন হয়রানির প্রতিবাদ করায় নবম শ্রেণির এক ছাত্রীর মামা নাজমুল হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় খানপুর জেপি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ শেষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন খানপুর জেপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আŸদুল মান্নান, শফিকুল ইসলাম, জিল্লুর রহমান, ধীরেন্দ্রনাথ, মেহেদী হাসান, নিহত নাজমুল হোসেনের বাবা আজিজুর রহমান, শিক্ষার্থী নওরিন আক্তার, আইরিন আক্তার, লাকি খাতুন, ফারজানা খাতুন, শুভ জামান প্রান্ত, সৌরভ আহম্মেদ রাজু, জুবায়ের আহম্মেদ, আশিকুর রহমান, হিমেল আহম্মেদ, তুষার আহম্মেদ প্রমুখ।
এ বিষয়ে খানপুর জেপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, এ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মামা যৌনহয়রানির প্রতিবাদ করায় শুধু হত্যা হয়েছে। পাশাপাশি এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজান আলীর বাড়িতে নামায পড়ার প্রস্তুতির সময় বখাটেরা হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। ফলে বখাটেদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের সাথে আমরা বিক্ষোভ শেষে বিদ্যালয় চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছি। মূল আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রধান আসামি সুমন আলীসহ বাকিদের ধরতে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে আভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, যৌন হয়রানির প্রতিবাদ করায় গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বাঘা উপজেলার সুলতান গ্রামে নাজমুল হোসেনকে (৩০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বখাটেরা। এ ছাড়া খানপুর জেপি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজাহান আলীকে বাড়িতে হামলা চালিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী আন্দোলন অব্যাহত রেখেছে।