‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধি কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে সঞ্চয় সপ্তাহ-২০২০ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও সঞ্চয় অফিসের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় জেলা সঞ্চয় অফিস প্রাঙ্গণ থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সঞ্চয় অফিস প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সঞ্চয় কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া। এছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সহ-সভাপতি সেলিম রেজা সহ বিভিন্ন স্কুলের শিক্ষাথী বৃন্দ উপস্থিত ছিলেন।