শ্রীমঙ্গল থানা পুলিশের ঝটিকা অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাজদিহি চা-বাগানের ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশের গোলবারের নিকট থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজ শনিবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গল থানা ভবনে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম বাবু লাল সিং ছত্রী (২৭)। সে মৌলভী চা বাগানের ৮ নম্বর লাইনের মৃত জিতু সিং ছত্রীর ছেলে।
প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক আইনে মামলা রয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।