ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বি.এস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী লায়ন বদর উদ্দিন সেলিম শীতার্ত অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। আজ শুক্রবার বিকালে লক্ষীপুর বাজার প্রাঙ্গণে দেড়শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন। সাবেক যুবলীগ নেতা ও ব্যবসায়ী বদর উদ্দিন সেলিমের ব্যক্তিগত উদ্যোগে বুডিশ্বর ইউনিয়নের লক্ষীপুর ও ভাটপাড়া গ্রামের এসব গরিব-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান। পর্যায়ক্রমে তিনি বুডিশ্বর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন। কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বী হাজ্বী ছফিল উদ্দিনের সভাপতিত্বে তোফায়েল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বদর উদ্দিন সেলিম,হাজ্বী রুহুল আমিন,হাজ্বী জজ মিয়া,ফরিদ মিয়া,সানাউল্লাহ,ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী ও কাওছার মিয়া প্রমূখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।