প্রজনন মৌসুমে শিকার নিষিদ্ধ কাঁকড়া কেনা বেঁচার অভিযোগে শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে কোষ্টগার্ড, বনবিভাগ ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপী ভেটখালী বাজারের বিভিন্ন কাঁকড়া আড়ৎ এ এসব অভিযান চলে।
তবে আগে থেকেই অভিযানের তথ্য পাচার হওয়ার সুযোগে আগের রাতে ক্রয়কৃত প্রায় পঁত্রিশ মন কাঁকড়া তন্ন তন্ন করে খুঁজেও পায়নি অভিযান পরিচালনাকারী দলটি।
অভিযানকালে কৈখালী কোষ্টগার্ডের সিসি রফিকুল ইসলাম, রায়নগর নৌ পুলিশের পরিদর্শক রেজাউল করিম, কৈখালী বনবিভাগের কৈখালী ষ্টেশন অফিসার কামরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযানকালে সংশ্লিষ্টরা আব্দুর রউফের পুঁজা এন্টারপ্রাইজ, মিজানুর রহমানের সততা এন্টারপ্রাইজ, সুপদ ভুইয়ার স্বদেশ এন্টারপ্রাইজসহ পনেরটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। তবে অভিযানের সময় সকল প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকতে দেখা যায়।