রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড কমিটি গঠন পন্ড হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রুস্তমপুরে কমিটি গঠনের আয়োজন করে। এ কমিটি গঠন অনুষ্ঠানে দুই পক্ষের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীর সমর্থকরা আলাদাভাবে বসে। এতে এক পক্ষ অন্য ওয়ার্ড থেকে লোজজন নিয়ে এসে বেশি সমর্থন করা হয়েছে বলে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের আহতরা হলেন-রুস্তমপুর গ্রামের আরিফ হোসেন, মৃদুল হোসেন, শামিম হোসেন, আশিক আহম্মেদ। এদের মধ্যে আরিফ হোসেন ও মৃদুল হোসেনকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। তবে শামিম হোসেন, আশিক আহম্মেদকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়া হয়।
আড়ানী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজাত আহম্মেদ তুফান বলেন, এক পক্ষ অন্য ওয়ার্ড থেকে লোজজন নিয়ে এসে বেশি সমর্থন করা হয়েছে বলে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারি শুরু হওয়ায় কমিটি গঠন স্থগিত করা হয়েছে। তবে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।