কালিগঞ্জ সরকারি কলেজ ও রোকেয়া মনসুর মহিলা কলেজে অ্যালামনাই এসোশিয়েশন গঠনের লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটির প্রস্তুতি সভা বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ সরকারি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, সদস্যসচিব ময়নুল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও আহ্বায়ক কমিটির সদস্য জিএম রফিকুল ইসলাম, সদস্য যথাক্রমে রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সরকারি কলেজের প্রভাষক গোলাম মহিউদ্দীন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন কমিটির সদস্যসচিব সহকারী অধ্যাপক নাজিমুদ্দীন আহমেদ, সদস্য যথাক্রমে সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, বিলকিস আক্তার, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ।
উপজেলা সদরে অবস্থিত দু’টি ঐতিহ্যবাহী কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামি ২৯ ফেব্রুয়ারীর মধ্যে কালিগঞ্জ সরকারি কলেজের ১৯৮০ সালের পর থেকে অধ্যায়নরত সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং রোকেয়া মনসুর মহিলা কলেজের ১৯৮৯ সাল থেকে অধ্যায়নরত সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ নিয়মানুযায়ী আবেদনপত্র পূরণপূর্বক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য তালিকাভুক্ত হতে পারবেন। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার টাকা (অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য ৩শ’ টাকা এবং পুনর্মিলনীর জন্য ৭শ’ টাকা) প্রদান করতে হবে। এ ছাড়া পরিবারের সদস্য ও স্বজনদের জন্য জনপ্রতি ৫শ’ টাকা দিয়ে পুনর্মিলনীতে অংশগ্রহণের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে যোগাযোগ করে নাম লিপিবদ্ধসহ যাবতীয় তথ্য জানা যাবে। তা ছাড়া খুব শীঘ্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইজ খোলাসহ এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল।