কালিগঞ্জে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টায় কালিগঞ্জ শাখা কার্যালয়ে এরিয়া ম্যানেজার নাহিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার ওসি মো. দেলোয়ার হুসেন। কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক তায়ফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, জাগরণী চক্র ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান প্রমুখ। এ সময় থানার উপপরিদর্শক জিয়ারত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগ, জাগরণী চক্র ফাউন্ডেশনের মৌতলা শাখার ব্যবস্থাপক রহমতউল্লাহ রানা, কালিগঞ্জ শাখার হিসাব রক্ষক আনিসুর রহমান, ফিল্ড কর্মকর্তা তুহিন মোল্যা, মফিজুল ইসলাম, মিথুন রায়, কৃষ্ণপদ, আবদুল আলিমসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ শাখায় ২৫০ পিসসহ উপজেলার ৩টি শাখা থেকে মোট ৬শ’ পিস কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।