রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক ওই থানাধীন সালেক মার্কেটের সামনে পাকা রাস্তার উপর থেকে ১ টি চোরাই অটোরিক্সা উদ্ধারসহ আসামি মো. মাসুদ রানা (৩৭), পিতাঃ মৃত ছকমাল হোসেন, সাং-নিজপাড়া কুলিপাড়া, থানা-কাউনিয়া, জেলা-রংপুর-কে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারি পরোয়ানাভূক্ত কোতোয়ালি থানায়-২ জন, তাজহাট থানায়-৩ জন, মাহিগঞ্জ থানায়-১ জন, হারাগাছ থানায়-১ জন, পরশুরাম থানায়-২ জন এবং হাজিরহাট থানায়-৫ জনসহ মোট-১৪ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) চেকপোস্ট কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২২৮ টি মামলা দায়ের করা হয়।