দাকোপের লাউডোব বানিশান্তা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সমরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব কুমার রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসিম কুমার থান্দার, বাজুয়া এস এন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিজন কুমার রায়, উজিরপুর যোগীরকান্দা মহিলা কলেজের সহকরী অধ্যাপক মো. ওয়ালিউর রহমান লিংকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক রজত শুভ্র গাইন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি অমলেন্দ্র সরকার, মো. আজিজ হোসেন সুমন, মো. আকবর তালুকদার, সমাজসেবক সুকুমার রায়, সমারেশ মন্ডল, সাংবাদিক মো. শামীম হাসান, অভিভাবক সদস্য অসিত মন্ডল, নিধির মন্ডল, বিভাষ পাইক, নীলিমা গাইন, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।