লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্ত খবরের জেলা প্রতিনিধি আহম্মদ আলী ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের কলেজ রোডস্থ ফেয়ার ডায়ানিষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এতে সাংবাদিক আহম্মদ আলী, তার স্ত্রী নারগিস আক্তার ও শিশু সন্তান আপনান আহত হয়।পরে স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা পর খবর পেয়ে পুলিশ ফেয়ার ডায়াগনস্টিকের দুই কর্মচারী শিবলু ও বোরহান উদ্দিন সবুজকে আটক করে । এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেকসহ ক্লাবের কর্যনির্বাহী পরিষদ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।
স্থানীয়রা জানান, মুক্ত খবরের জেলা প্রতিনিধি আহম্মদ আলী বুধবার সকালে ১০টায় শিশু আপনানকে (১০) শিশু ডাক্তার মোর্শেদ আলম হিরুর কাছে চিকিৎসার জন্য ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারে সিরিয়াল দেয়। এ সময় বিকেল ৪টা অতিবাহিত হওয়ার পরও এবং সিরিয়াল মোতাবেক রোগী না দেখিয়ে টাকার বিনিময়ে অন্য রোগীকে দেখানোর কারণ জানতে মুক্ত খবরের জেলা প্রতিনিধি আহম্মদ আলী। এ সময় তাকে ব্যাক্ষা দিতে হবে এ মর্মে সাংবাদিক আহম্মদ আলী অশ্লালীন ভাষায় গালমন্দ করতে থাকে ডায়াগনস্টিক সেন্টারের লোকজন।এক পযার্য়ে তর্কবির্তকের মধ্যদিয়ে ঐ প্রতিষ্ঠানের মালিক পক্ষ ফরহাদের নেতৃত্বে তার কর্মচারীসহ আরো কয়েকজন বখাটে সন্ত্রাসী এনে
আহম্মদ আলীকে তার স্ত্রী ও শিশু সন্তানকে এলোপাতাড়ি মেরে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয় ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারে দুই কর্মচারীকে আটক করে। এ সময় মালিক ফরহাদ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত শিবলু ও বোরহান উদ্দিন সবুজনামে দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।