গত ১৫/০১/২০২০ তারিখ আনুমানিক ২০০৫ ঘটিকায় র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকা থেকে ১। মো. জিসান আহমেদ(২২), ২। মো. শাকিল(২০), ৩। মো. তসলিম মোল্লা(২০), কে ০৪ বোতল মদ, ০৩ ক্যান ভোদকা, ০১ টি মোটর সাইকেল, ৩ টি মোবাইল ফোন ও নগদ ২,০০০/-টাকাসহ আটক করেন।
এছাড়াও গত ১৫/০১/২০ তারিখ আনুমানিক ২২৫০ ঘটিকার সময় সিপিএসসি র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার উপপরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকা থেকে ১। পলাশ পাল (৩০), ২। চন্দন কুমার ধর(২৮), ৩। বিজয় কর্মকার (২৩), ৪। রাজন রায় (২৩), ৫। আল ইসলাম (২০) কে ০৮ ক্যান বিয়ার , ০৩ ক্যান ভোদকা, ০৭ বোতল দেশী-বিদেশী মদ, ০৬ টি মোবাইল , নগদ ৬,৭০০/-টাকা এবং ০১টি মোটরসাইকেল সহ আটক করেন।
একইদিন আনুমানিক ১৯১৫ ঘটিকার সময় র্যাব-১০, সিপিসি- ৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন ব্যাটারি ঘাট এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা ও ১৬০০/- টাকাসহ ১) মুক্তার হোসেন (২৫), ২) মো. রনি (১৮), ৩) সুমন শিকদার (২০) কে আটক করেন।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।