জোরপূর্বক কিশোরীকে ধর্ষনের সময় ধর্ষককে হাতেনাতে আটক করায় কিশোরীর নানাকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের।
বৃহস্পতিবার সকালে কিশোরীর চাচাতো নানা শাহ আলম মোল্লা সাংবাদিকদের জানান, প্রতিবেশী মামুন হাওলাদারের ছেলে হৃদয় (২১) গত ১৪ জানুয়ারি রাত দশটার দিকে তার নাতি কিশোরীকে (১৫) ঘরের মধ্যে একাকী পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে ধর্ষককে হাতেনাতে ধরে ঘরের মধ্যে আটক করে রাখেন। খবর পেয়ে স্থানীয় কতিপয় ব্যক্তি ঘটনাস্থলে এসে বিষয়টি ধামাচাঁপা দেয়ার জন্য ধর্ষক হৃদয়কে চরথাপ্পর দিয়ে তাড়িয়ে দেয়। পরেরদিন ১৫ জানুয়ারি সকালে তিনি (শাহ আলম মোল্লা) হস্তিশুন্ড বাজারে আসলে ওইদিন রাতের ঘটনায় ধর্ষক হৃদয় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে আহত করে। এ সময় বিষয়টি কাউকে জানালে তাকে (শাহ আলম) হত্যার হুমকি দেয় ধর্ষক হৃদয়।
শাহ আলম মোল্লা আরও জানান, তার নাতি ধর্ষিতা কিশোরী বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের বাসিন্দা। দাম্পত্য কলহের কারণে তার বাবা ও মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর জীবিকার তাগিদে কিশোরী মা ঢাকায় ঝিয়ের কাজ নেন। আর ওই কিশোরীকে আশ্রয়ের জন্য তার নানা বাড়িতে রাখেন। তিনি (শাহ আলম) আরও জানান, ধর্ষকের পরিবার এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে তারা মামলা দায়ের করতে সাহস পাচ্ছেন না।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।