সদ্য প্রয়াত জাতীয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ সৈয়দ রুহুল আমিনের স্মরণে জেলার গৌরনদী উপজেলার ঐতিহাসিক নাঠৈ ঈদগাহ মাঠে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু। ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার সরদার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, আবদুল লতিফ সরদার, শিক্ষক হাবিবুর রহমান, শাহজালাল জমাদ্দার প্রমুখ। শেষে নাঠৈ গ্রামের সদ্য প্রয়াত বীর ম্ুিক্তযোদ্ধা আলহাজ সৈয়দ রুহুল আমিনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।