নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় হাসপাতালের ১৬ টি ওয়ার্ডে ভর্তিকৃত ২০০ রোগীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ করেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো খলিল উল্যা ও আরএমও ডা. সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম।
এছাড়াও এ সময় আরোও উপস্থিত ছিলেন, হাসপাতাল কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুনসহ বিভিন্ন ওয়ার্ডের নার্স ইনচার্জগন।