বনদস্যু জিয়া বাহিনীর সদস্য পরিচয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের লতাবেকী গোড়ার খাল ও পুষ্পকাটি এলাকা হতে মুক্তিপনের দাবিতে তিন জেলেকে অপহরন করা হয়েছে। গত ১৪ জানুয়ারী মঙ্গলবার রাতে তাদেরকে জিম্মি করার পর সহযোগী জেলেরা বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে এসে অপহৃত জেলেদের পরিবারকে বিষয়টি নিশ্চিত করে। অপহৃত জেলেরা যথাক্রমে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের সিদ্দিক খাঁর ছেলে এসএসসি পরীক্ষার্থী আশরাফুল আলম ও একই গ্রামের সামছুর রহমান ও কৈখালী গ্রামের আমির হামজা।
জিম্মি হওয়া জেলেদের পরিবারসহ ফিরে আসা জেলে বাবু মোল্যা জানান পৃথকভাবে অপহৃত এসব জেলেদের জন্য ছয় লাখ টাকা মুক্তিপন দাবি করেছে বনদস্যুরা। ইতিমধ্যে বনদস্যুরা তাদেরকে ব্যাপকভাবে মারপিট করেছে দাবি করে বাবু মোল্যাসহ নৌ-বহরের মালিক ছমির গাজী জানিয়েছে এক সপ্তাহের মধ্যে মুক্তিপণের টাকা পরিশোধের আল্টিমেটায় দিয়েছে বনদস্যুরা।
উল্লেখ্য এসব জেলে বুড়িগোয়ালীনি ষ্টেশন অফিস থেকে ১৩ জানুয়ারী মাছ শিকারের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশের পরের দিনই অপহরনের শিকার হয়। আগে হতে বনদস্যুদের নির্ধারিত এজেন্টদের মাধ্যমে টাকা দিয়ে প্রবেশ পত্র সংগ্রহ না করে বনে প্রবেশ করায় তাদেরকে ব্যাপক শাররীক নির্যাতন করা হয়েছে বলে জিম্মি জেলেদের মালিকের দাবি।
এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, বনজীবিদের জিম্মি হওয়ার ব্যাপারে তাদেরকে কেউ অভিযোগ করেনি। জিম্মি জেলেদের উপর আরও নির্যাতনসহ বার বার অপহরনের ভয়ে অধিকাংশ জিম্মি জেলের মালিক বা পরিবার গোপনে বনদস্যুদের সাথে আপোষরফা করে থাকেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ¦ নাজমুল হুদা জানান জেলেদের অপহরনের বিষয়ে পুলিশকে কেউ অপহরন করেনি।