স্বামীর সাথে সুন্দরবন ভ্রমনে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনিয়া আক্তার (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। বুধবার বিকেলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজ সংলগ্ন সড়কে দুর্ঘটনার পর রাতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। সাতক্ষীরার কলারোয়ূা উপজেলার ধানদিয়া গ্রামের আলমগীর গাজীর স্ত্রী ছিলেন সোনিয়া।
প্রত্যক্ষদর্শীসহ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলমগীর গাজী জানান তারা শিশু সন্তানসহ স্বামী স্ত্রী সুন্দরবন দেখতে যাওয়ার পথে মুন্সিগঞ্জ গ্যারেজ এলাকার গতি রোধকের সাথে ধাক্কায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। আলমগীর ও তার পাঁচ বছর বয়সী শিশু মুক্তামনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা অজয় কুমার সাহা।