সাতক্ষীরা কলারোয়ায় সাংবাদিকের কন্যা ইয়াসমিন আরা জুলির ১৩তম শুভ জন্মদিন পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে জন্মদিন উপলক্ষে নিজ বাসভবনে আতœীয় স্বজনদের সাথে নিয়ে সাংবাদিক জুলফিকার আলীর একমাত্র কন্যা ইয়াসমিন আরা জুলির ১৩তম জন্মদিন পালন করা হয়। এদিকে সাংবাদিক জুলফিকার আলীর একমাত্র কন্যা ইয়াসমিন আরা জুলির ১৩তম জন্মদিনে কলারোয়ার সকল সাংবাদিকবৃন্দসহ জুলির আব্বু, আম্মু, নানা, নানী, মামা, মামি, দাদী, কাকা, কাকি, জুলির স্কুলের সকল শিক্ষার্থীসহ সকল আতœীয় স্বজনরা দোয়া কামনা করেছে। জুলি গত ২০০৬ সালের ১৫ জানুয়ারীর এই দিনে পৃথিবীতে আসে। জুলি বর্তমানে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের ছাত্রী। সে নবম শ্রেনীতে অধ্যায়নরত।