তিনটি ওয়ারেন্ট থাকায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজি আসাদুজ্জামান সাহাজাদাকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গাজী সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেন সাংবাদিকদের জানান, কাজি সাহাজাদার বিরুদ্ধে দুটি সিআর-৮০/১৮, সিআর-১২৭৯/১৯ ও ননজিআর-৩৭/১৯ মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এজন্য তাকে আটক করা হয়েছে। কাজি সাহাজাদা উপজেলা যুবলীগের সভাপতি ও নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে তুলশীডাঙ্গা গ্রামের মৃত সোনা কাজীর ছেলে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গাজী সালাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।