কলারোয়ায় নিয়মিত মামলার ৩যুবক আটক হয়েছে। কলারোয়া থানার ওসি শেখ মুনীর উল গীয়াস স্যারের নেতৃত্বে এসআই রইচ উদ্দীন, এএসআই বাবর, এএসআই সাগর আলী সহ ফোর্সের সহায়তায় উপজেলার ভাদিয়ালী গ্রামের ইউছুফ গাজীর ছেলে শামীম গাজী (২০), শওকত আলীর ছেলে জাহিদুজ্জামান (২৮) ও মজনু আলীর ছেলে আল আমিনের বিরুদ্ধে মামলা থাকায় তাদের বাড়ি থেকে আটক করা হয়।