ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলে নুর তাপসের পক্ষে নির্বাচনি প্রচারনায় অংশগ্রহণ করে লিফলেট বিতরণ সহ গনসংযোগ অব্যাহত রেখেছেন তালা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুপ্রিমকেটের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ হোসেন, এ সময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক বাংলাদেশ সুপ্রিমকোটের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন,সুপ্রিমকোট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন উদ্দীন,সিনিয়র আইনজীবী মমতাজ আহম্মেদ মেহেদি সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গনসংযোগকালে নেতৃবৃন্দ বলেন ৩০ জানুয়ারি নির্বাচনে নৌকার প্রার্থী জননেতা ফজলে নুর তাপসকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।