দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. আবদুর রউফ।
আজ ১৫ জানুয়ারি, ২০২০ খ্রি. বুধবার বিকেল ৫ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ আর আলী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে উপস্থিত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, ওসি মো. হাবিবুল হক প্রধান, সমিরউদ্দিন স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক আবদুস সামাদ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন.এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী শাহ্ প্রমুখ।
আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. আবদুর রউফ তিনি দীর্ঘ ২১ বছর যাবৎ আমেরিকায় বসবাস করে আসছেন।তাঁর পরিবারের সকলেই বর্তমানে আমেরিকা প্রবাসী। তিনি উত্তর আমেরিকাস্থ প্রবাসীদের সংগঠন ঠাকুরগাঁও জেলা সমিতির ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সরলিয়া গ্রামে, তার পিতা মো. সলিম উদ্দীন। তিনি অসহায়, গরিব মানুষের পাশে থাকতে চায় এবং সকলের কাছে দোয়া কামনা করেন।