বগুড়া স্টেশন ক্লাবের উদ্যোগে গরিব অসহায় দুস্থ ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের জলেশ্বরীতলাস্থ ক্লাব চত্বরে প্রায় ২৫০জনের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি মো. ফয়েজ আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াজেদুর রহমান, সহসভাপতি আবুল কালাম আজাদ, আলী হায়দার, মাফুজুল ইসলাম রাজ, ইকরামুল আহম্মেদ সন্টু, সাইরুল ইসলাম এবং নাফিস ফারুক প্রমুখ।