বগুড়ায় শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের গোহাইল রোড খান্দারে এজেন্ট ব্যাংকিং এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এজেন্ট ব্যাংকিং লিমিটেড এর বিভাগীয় প্রধান ইঞ্জি: ফিরোজ কবির। শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড বগুড়া শাখার ভাইস প্রেসিডেন্ট এণ্ড ম্যানেজার আব্দুল্লা আর মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং মেসার্স পশারী এন্টার প্রাইজের সত্ত্বাধীকারী মতিউর রহমান পশারীর পরিচালনা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, জুলফিকার আলী খান চৌধুরী, কামাল পাশা, আলহাজ মো. নজমুল ইসলাম শাহীন, শহিদুর রহমান পশারী, মাহবুবুল মান্নান এবং মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, মাহফুজ রহমান, মাহবুবুল আলম সিদ্দিকী, আবু খায়ের রক্্ির, অনিক পশারী, নাবিল পশারী এবং নোমান পশারী প্রমুখ।