শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলামকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে শেরপুর উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা।
গত মঙ্গলবার রাত ৮টায় শেরপুর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এক অনাড়ম্বর পরিবেশে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদলীজনিত বিদায়ী পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম, সামিট স্কুল এন্ড কলেজের শিক্ষা প্রশাসক সাইফুল ইসলাম লিপু, শেরপুর পৌরসভার কাউন্সিলর ও সাংবাদিক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম। শেরপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নাহিদ হাসান রবিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, দপ্তর সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, সাহিত্য বিষয়ক সম্পাদক এজেড হীরা, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, নৃত্যাঞ্জলি আর্টস একাডেমীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোজাফফর আলী, সাংবাদিক পরিমল চন্দ্র বসাক, শফিকুল ইসলাম বাবলু, শুভ কু-ু ও সঙ্গীত শিল্পী মো. লালন সরকার প্রমুখ। এসময় সাংবাদিক শরিফ উদ্দিন সাকিদার, লিমন হাসান, উত্তম সরকার, আবু বকর সিদ্দিক, নাজমুল হুদা নয়ন, আরিফুর রহমান, হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম, বিমান মৈত্র প্রমুখ সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বদলীজনিত বিদায়ী পুলিশ কর্মকর্তা বুলবুল ইসলামের শেরপুর থানার বিভিন্ন কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ করেন। এসময় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ওই পুলিশ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট, উপহার এবং অপরাজিত সাহিত্য পরিবারের পক্ষে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।