প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । এ ছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলৎ অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।
এরই ধারাবাহিকতায় গত ১৪/০১/২০২০ইং তারিখ ১৬৩০ ঘটিকার সময় র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের নিকট থেকে ০১ টি রিভলবার, ০১ টি ওয়ান শুটারগান, ০৩ রাউন্ড .২২ বোর ও ০৪ রাউন্ড .১২ বোর এ্যামুনিশন, ০১ টি ওয়াকিটকি সেট, ০১ টি খেলনা পিস্তল, ০১ টি সুইচ গিয়ার চাকু, ০৩ টি র্যাব জ্যাকেট, ০৪ টুকরা কালো কাপড়, ০২ কৌটা মলম, ১০ পিস ইয়াবা ও ০১ টি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মো. আবদুল হালিম (৫০), পিতা- মৃত আবদুল মালেক, থানা-বাহ্মনপাড়া, জেলা- কুমিল্লা, ২। মো. জামাল হোসেন (৪০), পিতা- মৃত আরব আলী, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা, ৩। মো. মনছুর (৪২), পিতা- মৃত নওয়াব আলী খলিফা, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামিরা দেশের বিভিন্ন স্থানে র্যাব পরিচয় দিয়ে এবং অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি, ডাকাতি, হত্যা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে। ধৃত ব্যক্তিরা গতকালও সাইনবোর্ড এলাকায় র্যাবের অনুরূপ জ্যাকেট পরিধান করে র্যাবের পরিচয় দিয়ে অস্ত্র, ওয়াকিটকি সেট সহ ভয় দেখিয়ে বিভিন্ন লোকজনের নিকট হতে চাঁদা দাবি করছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।