গত ১৪ জানুয়ারি, ২০২০ ইং তারিখ ২৩১০ ঘটিকার সময় র্যাব-১০, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন চরগলগলিয়া এলাকা থেকে ১। মো. মানিক (২৮), পিতা-ছামির আলি, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ কে ৬৪ পিস ইয়াবা, ০১ টি মোবাইল ফোন ও নগদ ৩৮০০/- টাকাসহ আটক করেন ।এছাড়াও একইদিন ১৭১০ ঘটিকায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চর কালীগঞ্জ তেলঘাট এলাকা থেকে ১। সহদেব সেন (৫০), পিতা-মৃত বিকাশ চন্দ্র সেন, থানা-কোতয়ালী, ডিএমপি, ঢাকাথকে ৫০ পিস ইয়াবা , ০১টি মোবাইল ফোন এবং নগদ ৯০০/- টাকা সহ আটক করেন।
ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে ।