ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল একতা যুব সংঘের উদ্যোগে অসহায় ও গরিব শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার বিকেলে ধরমন্ডল বালুর মাঠ প্রাঙ্গণে শতাধিক অসহায় মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ধরমন্ডল উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে একতা যুব সংঘের সাধারণ সম্পাদক হামিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাউসিয়া মিরানীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক ফকরুল ইসলাম,সমাজসেবক ও ব্যবসায়ী মুখলেছুর রহমান,আবদুল কাদের,যুবলীগ নেতা আবদুর রহমান নাহিদ,ছাত্রলীগ নেতা সাফিউল আলম,মোহাম্মদ আলী আক্তার,রবিউল আমীন তালুকদার,রুবেল হোসেন ও একতা যুব সংঘের সভাপতি প্রমূখ। এ সময় একতা যুব সংঘের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।