মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশে হামলার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষ গজারিয়া থানায় মামলা দায়ের করলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উভয় পক্ষের ৫ আসামীকে আটক করে গজারিয়া থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার ওসি মো. ইকবাল হোসেন জানান উভয় পক্ষ থানায় মামলা দায়ের করলে গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উভয় মামলায় এজহার নামীয় ৫ আসামীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-মোঃ শাহজালাল, মো. শাহাবুদ্দিন, তারেক, মালেক ওরফে মালু ও আবদুল জলিল। মামলা নং-১৬ ও ১৭, আটককৃত আসামীদের বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামি আটকে তাদের অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ, সোমবার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে বোরো খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আবদুল বাসেদ মিয়ার সাথে প্রতিবেশী রূপ মিয়ার স্ত্রী রোকসানা বেগমের কথা কাটাকাটি হয়। বিষয়টি আবদুল বাসেদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা স্থানীয়ভাবে সালিস বৈঠকে তা মীমাংসার করে দেবার কথা দেন। মঙ্গলবার বিকেলে রূপ মিয়ার বাড়ি সংলগ্নে মাঠে সালিস বৈঠকে বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েলসহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত ছিলেন। বিচারের একপর্যায়ে রূপ মিয়ার লোকজন বিচার মানবে না দাবি করে বাসেদ মিয়ার লোকজনের উপর হামলা চালায়। হামলায় বাসেদ মিয়ার তিন ছেলে সহ উভয় পক্ষের ১২ জন আহত হয়। এ সময় চারটি বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।