মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশফিকুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন।
অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বি.কে.বি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আলহাজ¦ আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি ডা. ফকির উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, লেখক সামছুল হক, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুমন মিয়া প্রমুখ।