মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় মাদক সেবনের দায়ে ২জনকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি ) দুপুরে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান সাদী উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় একটি ভবনে ছাদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ বখাটেকে এ দণ্ডাদেশ দেয়।
অভিযুক্তরা হলেন, ওই ভবনের মালিল আবুল বাসার সরকারের ছেলে জুয়েল, সুরুজ মিয়ার ছেলে সবুজ সরকারকে ৫০ হাজার টাকা করে ১লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এখবর নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান সাদী জানান, মাদক সেবনের সরঞ্জাম পাওয়ায় দুজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।