রাজশাহীর বাঘায় ইফটিজিং এর প্রতিবাদ করায় নবম শ্রেণির ছাত্রীর মামাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ঘটনায় অভিযুক্ত বখাটে সুমন আলীকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
মঙ্গলবার রাতেই বাদী হয়ে বাঘা থানায় মামলাটি দায়ের করেন নিহত নাজমুল হোসেনের বাবা অজিজুর রহমান। মামলার পরপরই এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বুধবার সকালে খানপুর জেপি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এক সপ্তাহের মধ্যে সকল আসামীদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কঠোর আনন্দোলনের কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে বলে বিক্ষোকারীরা জানান। এদিকে বখাটে সুমন আলী আগামি ২৪ জানুয়ারি সেনা সদস্য হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন, বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নে সুলতান গ্রামের রফিজ উদ্দিনের স্ত্রী রফিজা বেগম, রানা আলীর স্ত্রী রিতা বেগম, উপজেলার লালাপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জিল্লুর রহমান, মনিহারপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন, আমজাদ হোসেনের ছেলে সজিব আহমেদ, রঞ্জিত আলীর ছেলে নজরুল ইসলাম।
এ বিষয়ে খানপুর জেপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার আগে থেকে মাঠের মধ্যে শিক্ষার্থীরা একত্র হতে শুরু করে। আমরা শিক্ষার্থীদের ক্লাসে আসার জন্য আহবান জানানো হয়। কিন্তু তারা ক্লাস বর্জন করে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে। পরবর্তীতে তাদের সাথে বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করি।
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখে প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ব্বদুল মান্নান, শফিকুল ইইসলাম, জিল্লুর রহমান, ধীরেন্দ্রনাথ, মেহেদী হাসান, শিক্ষার্থী নওরিন আক্তার, আইরিন আক্তার, লাকি খাতুন, ফারজানা খাতুন, শুভ জামান প্রান্ত, সৌরভ আহম্মেদ রাজু, জুবায়ের আহম্মেদ, আশিকুর রহমান, হিমেল আহম্মেদ, তুষার আহম্মেদ প্রমুখ।
নিহত নাজমুলের চাচা আবু তুয়াব জানান, নাজমুলের পরিবারের একমাত্র আয়ের ব্যক্তি ছিল সে। তার ৭ মাসের নুরিয়া জান্নাত নামের একটি মেয়ে রয়েছে। এ ছাড়া তার দুই বোনের অন্যাত্রে বিয়ে হয়েছে। তবে নাজমুলের নিহতের ঘটনা জানার পর থেকে স্ত্রী মুক্তা খাতুন কোনো কথা বলতে পারছেনা। সে নির্বাক হয়ে রয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনার পর রাতেই নিহতের বাবা অজিজুর রহমান থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সুলতানপুর গ্রামের আরজেদ আলীর বখাটে ছেলে সুমনকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রধান আসামি সুমন আলীসহ বাকিদের ধরতে কয়েক দফা অভিযানও চালানো হয়েছে। এ সময় রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫ জন এজাহারভুক্ত আসামি। তবে মূল আসামি পালাতক থাকায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাকিদের গ্রেপ্তার করতে আভিযান অব্যহত রয়েছে।
এদিকে বাঘা গড়গড়ি ইউনিয়ন চেয়্যারম্যান রবিউল ইসলাম রবি বলেন, উপজেলার গড়গড়ি ইউনিয়নে সুলতান গ্রামে ১৫ থেকে ২০ জন যুবকের নামিদামি বিভিন্ন মডেলের মোটরসাইকেল আছে। তাদের মধ্যে বেশ কিছু যুবক প্রায় বিভিন্ন সময় স্কুল-কলেজ শিক্ষার্থীদের ইফটিজিং করে আসছে। তাদের বিষয়টি বারবার নিষেধ করা হলেও তারা কোনো কিছু তোয়াক্কা করে ইফটিজিং করে আসছিল।
উল্লেখ্য, বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের শাহাজান আলীর মেয়ে ও খানপুর জেপি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাজনিন তাবাসুম বৈশাখীকে (১৫) একই এলাকার আরজেদ আলী ভোলা প্রামানিকের ছেলে সুমন আলী প্রায় রাস্তাঘাটে ইফটিজিং করতো। ঘটনাটি ছেলেটির পরিবারকে জানায় মেয়ের পরিবার। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে সুমন।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে পাশে ওই ছাত্রী নানার বাড়িতে যাওয়ার পথে তার পথরোধ করে অকথ্যভাষায় কথা বলে এবং ইফটিজিং করে বখাটে সুমন আলী। ওই ছাত্রী বাড়িতে গিয়ে এই ঘটনাটিও তার পরিবারের লোজনকে জানায়।
বিবষয়টি সুমন আলী ও তার বাবা আরজেদ আলী ভোলাকে অবগত করা হলে ক্ষিপ্ত হয়ে উঠে সুমন। একপর্যায়ে সুমন আলীসহ ১০ থেকে ২৫ জনের একটি দল সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা শাহাজান আলী মাস্টার মাগরিবের নামাজরত অবস্থায় বাড়ি ঘেরাও করে মারপিট শুরু করে। পরে ছাত্রীর মামা নাজমুল হোসেন এগিয়ে আসলে তাকে ধারালো হাসুয়া, চাইনিজ কুড়াল, চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নাজমুল হোসেনকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার কামরুন নাহার কান্তা তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় মেয়ের ভাই তারিকুল ইসলাম তুষারকেও মারপিট করে আহত করা হয়েছে। আহত অবস্থায় ছাত্রীর বাবা শাহাজান আলী ও ভাই তারিকুল ইসলাম তুষারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়।