নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে আমাদের করণীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাস্তবায়নে এ ক্যাম্পেইন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন, কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ উম্মে হাবিবা মিতু, পেশকারহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উপজেলা উন্নয়ন সহায়ক মো. শরীফুল ইসলাম। ওই ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করে।