দেবহাটায় পুলিশের অভিযানে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলো হাড়দ্দহ গ্রামের মৃত রিয়াজউদ্দীনের ছেলে মুছা করিম (২৮) ও দেবহাটা উপজেলার দক্ষিন কুলিয়া গ্রামের মৃত আহসান গাজীর ছেলে সহিদুল ইসলাম (৪৮)। দেবহাটা থানা সূত্র জানায়, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনা অনুযায়ী এসআই প্রবীর কুমার, এএসআই ইমামুল ইসলাম, এএসআই রশিদুল আলম ও পুলিশ সদস্য জিয়াউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার কোমরপুর গ্রামের হাজি লুৎফরের হ্যাচারীর পাশে পাকা রাস্তার উপর থেকে ওই ২ জনকে ভারতীয় ৪৭ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। তাদের বিরুদ্ধে এসআই প্রবীর কুমার বাদী হয়ে দেবহাটা থানায় ১৫-০১-২০২০ ইং তারিখে ০৪ নং মামলা দায়ের করেছেন। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে জানিয়ে বলেন, যারা মাদকের সাথে জড়িত তাদের কাউকেও ছাড় দেওয়া হবেনা।