কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয়ে কর্মরত দলিল লেখকদের লাইসেন্স নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, দৌলতপুর উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয়ে ১২০ জনের বেশি দলিল লেখক আছেন। ২০২০ সালের জন্য তাদের লাইসেন্স নবায়নের নামে তাদের কাছ থেকে নির্ধারিত ফি এর অতিরিক্ত ৩ হাজার টাকা করে নেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মোহরার জানান, ২০২০ সালের জন্য লাইসেন্স নবায়নের নির্ধারিত ফি ২৫০ টাকা এবং ভ্যাট ৩৮ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করে অতিরিক্ত ৩ হাজার টাকা সাব-রেজিষ্টার অফিসের করণিক জান্নাতুল আক্তার মুন্নীর কাছে জমা না দিলে তার সনদ নবায়ন করা হবেনা বলে জানানো হয়েছে।
মোহরারগণ আরো জানান, বিভিন্ন অনুষ্ঠান ও আপ্যায়নের অযুহাতে মাঝে মধ্যেই সাব-রেজিষ্টার তাদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকেন।
এ ব্যাপারে সাব-রেজিষ্টার অফিসের করণিক জান্নাতুল আক্তার মুন্নীর কাছে জানতে চাইলে তিনি জানান, স্যারের (সাব-রেজিষ্টার) নির্দেশে এই টাকা নেয়া হয়েছে। যা প্রতিবছরই নেয়া হয়। কেন এই অতিরিক্ত টাকা নেওয়া হয় এমন প্রশ্নে করণিক জান্নাতুল আক্তার মুন্নী বলেন কেন নেয়া হয় তা স্যার বলতে পারবেন বলে তিনি জানান।
এ ব্যাপারে দৌলতপুর উপজেলা সাব-রেজিষ্টার বিলকিস আরার নিকট জানতে চাইলে তিনি বলেন, মোহরারদের সনদ নবায়নে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে কি না এবং কে নিচ্ছে তা তার জানা নেই।