বাগেরহাটের চিতলমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল শেখ(৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রাসেল শেখ উপজেলার হিজলা গ্রামের ডাঃ একরাম হোসেনের ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাত আনুমানিক ৮টার দিকে রাসেল চিতলমারী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছু সময় পর পরিবারের কাছে খবর আসে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল সঙ্গা হারিয়ে বোয়ালিয়া নামক স্থানে রাস্তার পাশে পড়ে আছে। এ সময় দ্রুত তাকে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিতলমারী থানার ওসি মির শরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নছিমনের সাথে রাসেলের মোটর সাইকেলটির দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর নছিমনের চালক পালিয়ে গেছে বলে মনে হয়।