অপরাধ দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন নতুন নতুন কৌশল অবলম্বন করছেন, তেমনি অপরাধীরাও নতুন নতুন পন্থায় অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করছে। ফলে ২০১৮ সালে সংঘটিত হত্যাকাণ্ডের তুলনায় ২০১৯ সালে পাঁচটি হত্যাকাণ্ড বেশি হয়েছে। ২০১৮ সালে খুনের সংখ্যা ছিল ৫০। ২০১৯ সালে তা বেড়ে ৫৫ তে দাঁড়িয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারি মাসে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় চারটি খুন, ফেব্রুয়ারি মাসে আটটি, মার্চে তিনটি, এপ্রিলে চারটি, মে মাসে একটি, জুন মাসে সাতটি, জুলাই মাসে পাঁচটি, আগস্ট মাসে পাঁচটি, সেপ্টেম্বর মাসে পাঁচটি, অক্টোবর মাসে চারটি, নভেম্বর মাসে চারটি ও ডিসেম্বর মাসে পাঁচটি খুনের ঘটনা ঘটেছে। এছাড়াও গত একবছরে ২০৮টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৪৫৩টি, শিশু নির্যাতনের অভিযোগে ৩২টি এবং এক হাজার ৯৬৮টি মাদক মামলাসহ একবছরে চার হাজার ৭২টি অপরাধ সংঘঠিত হয়েছে।