পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেলার গৌরনদী জোনাল অফিসের গাড়ির চালক জামাল উদ্দিনের একটি অডিও ফাঁসের ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
বুধবার সকালে ওই অডিওতে শোনা গেছে, নাসির হোসেন নামের একজন ইলেকট্রিশিয়ানের মোবাইল ফোনে জামাল উদ্দিন কল দিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে কোনো কাজ থাকলে তাকে জানাতে বলেন। এ সময় অপর প্রান্ত থেকে নাসির তাকে (জামাল) বিদ্যুতের কাজের জন্য কোনো টাকা-পয়সা দেওয়া লাগবে কি না জানতে চাইলে জামাল উদ্দিন কাজের বিনিময়ে নাসিরের কাছে নারী সাপ্লাইয়ের দাবি করেন।
এ বিষয়ে জামাল উদ্দিন অডিওটি নিজের নয় বলে দাবি করেন। তবে মোবাইল নম্বরটি তার নিজের বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গৌরনদী জোনাল অফিসের ডিজিএম জুলফিকার হায়দার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন।
উল্লেখ্য, এরআগেও চালক জামাল উদ্দিন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে চাকরীকালীণ সময়ে নারী ও ঘুষ কেলেংকারীতে জড়িয়ে তার ছয়মাস বেতনভাতা বন্ধ ছিলো।