স্বাস্থ্যসেবা জনগণের অন্যতম মৌলিক চাহিদা। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া নিয়ে বর্তমান সরকারের যে ভিশন তা কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য ভেস্তে যেতে পারে না। বৃহত্তর কুষ্টিয়ার সাধারণ মানুষের চিকিৎসার কথা বিবেচনায় ১৯৬৩ সালে ১০০ শয্যা নিয়ে হাসপাতালটি চালু হয়। ২০০০ সালে ১৫০ শয্যায় এবং ২০০৭ সালে ২৫০ শয্যায় উন্নীত হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। সম্প্রতি এই হাসপাতালের ওষুধ ও যন্ত্রপাতি ক্রয়ে বরাদ্দকৃত কোটি কোটি টাকা লুটপাটের সঙ্গে জড়িতরা শনাক্ত হয়েছে। হাসপাতালের জন্য ক্রয়কৃত একটি অ্যানেস্থেশিয়া মেশিনে প্রায় ৫০ লাখ টাকা লুটপাটের প্রমাণ মিলেছে। মেশিনের বাজার মূল্য যেখানে ১৪ থেকে ১৭ লাখ টাকা, সেখানে ভিন্ন ব্রান্ডের দোহাই দিয়ে ওই সিন্ডিকেট ক্রয়মূল্য দেখিয়েছে প্রায় ৭২ লাখ টাকা। ইতোপূর্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ কোটি টাকার যন্ত্রপাতি ও ‘পর্দা কেলেঙ্কারি’র ঘটনায় দুদকের করা মামলায় তিন চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০১৮-১৯ অর্থবছরের বরাদ্দ থেকে যন্ত্রপাতি কেনার নামে ১৪ কোটি ৩৬ লাখ টাকা লুটপাট করেছে এক আবাসিক মেডিকেল কর্মকর্তা। যন্ত্রপাতি কেনার নামে দুর্নীতি প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে। আমরা মনে করি শুধু একজন আবাসিক মেডিকেল কর্মকর্তাই এর জন্য দায়ী নয়, ঠিকাদারসহ আরো অনেকেই এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন। অন্যান্যের মধ্যে একটি অ্যানেস্থেশিয়া মেশিন ক্রয়ে ৫০ লাখ টাকা লুটপাটের প্রমাণও মিলেছে। অথচ ওই মেশিনের বাজারমূল্য ১৭ থেকে ১৮ লাখ টাকা।
স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও হরিলুট নতুন নয়। এটা জনগণও যেমন জানে, তেমনি সংশ্লিষ্টদেরও অজানা নয়। সাধারণ কোনো অনিয়মের খবর অগোচরেই থাকে। শুধুমাত্র বড় অঙ্কের অনিয়মের খবর মাঝে মধ্যে গণমাধ্যমে আসে। আমরা মনে করি দুর্নীতি, অনিয়ম ছোট-বড় কোন বিষয় নয়, সবগুলোই গুরুত্বসহকারে শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নইলে স্বাস্থ্য খাত ও সেবা হুমকির মুখে পড়বে। স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা উন্নয়ন বরাদ্দ থাকে। তা সঠিক তদারকির মাধ্যমে ব্যয় হতে হবে। কুষ্টিয়া ও ফরিদপুরের দুর্নীতির চিত্রই বলে দেয় সার্বিক উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকার হরিলুটের দশা! দেশের মানুষ সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে বরাবরই ত্যক্ত-বিরক্ত। ফরিদপুর ও কুষ্টিয়া হাসপাতালের টাকা নয়-ছয়ের চিত্রটি জনগণকে ভাবিত করছে। ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল ওষুধ, ভুয়া ডায়াগনস্টিক সেন্টার, ভুল চিকিৎসা, সরকারি হাসপাতালের জন্য বরাদ্দকৃত ওষুধ খোলাবাজারে বিক্রি নিয়ে গণমাধ্যমে তোলপাড় হয়েছে। আমরা চাই, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক। যারাই স্বাস্থ্য খাতে দুর্নীতিতে জড়াবে, সংশ্লিষ্টদের দায়িত্ব তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দুর্নীতি, ফরিদপুর মেডিকেল কলেজে পর্দা কেলেঙ্কারির দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য। যাতে স্বাস্থ্যসেবা নিয়ে এমন দুর্নীতি করতে কেউ সাহস না করে।